বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর আগামী নির্বাচনের তারিখ ঘোষণা
বিগত একবছরের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা, বেইন-এর গঠনতন্ত্র সংশোধন এবং পরবর্তী কাজের দিকনির্দেশনার লক্ষ্যে গত ৩১ আগষ্ট ২০২৫, ২৩৫ পার্ক স্ট্রিট, নর্থ রিডিং, ম্যাসাচুসেটস-এ BANE এর AGM অনুষ্ঠিত হয়েছে।
সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে উক্ত AGM-এ শুরুতে সকল ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত ও পাঠ করা হয়। সমবেতকন্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় AGM এর আনুষ্ঠানিক কার্যক্রম। মঞ্চে AGM সঞ্চালনার দ্বায়িত্ব নিয়ে বেইন প্রেসিডেন্ট মাহাবুব খোদা স্বাগত বক্তব্য দিতে আহবান করেন ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান সাজু, জেনারেল সেক্রেটারি রাজিবুর রহমান এবং এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আশিক রহমানকে। সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সকলের উপস্থিতির জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তী পর্বে প্রেসিডেন্ট আহবান করেন বেইন ট্রেজারার মো: মনির খানকে তার বিগত বছরের আয় ও ব্যায়ের হিসাব প্রদানের জন্যে। সকল আয় ব্যায়ের হিসাব তুলে ধরে মনির খান নিশ্চিত করেন এই কার্যকরী কমিটি কমিউনিটির সকলের সহযোগিতায় প্রায় ৭০ হাজার ডলারের একটি শক্তিশালী তহবিল গঠিত হয়েছে।
এরপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাহাবুব খোদার নেতৃত্বে তার কার্যকরী কমিটি এবং বিভিন্ন মতামত গ্রহন করেন।
গঠনতন্ত্র সংশোধন কমিটি তাদের প্রস্তাবনা সমূহ উত্থাপন করলে একে একে কন্ঠ ভোটে সংশোধিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ে। এতে নির্ধারিত হয় বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড এর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় শনিবার, সেপ্টেম্বর ২০২৬।
আপনার বিজ্ঞাপন এখানে