77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (BANE)-এর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনী

Admin, Boston Bangla

প্রকাশ: ১৫ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৮
বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (BANE)-এর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনী

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (BANE)-এর গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ সংশোধনী

বস্টন প্রতিনিধি

বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (BANE)-এর বার্ষিক সাধারণ সভা ৩১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। এ সভায় সংগঠনের গঠনতন্ত্রে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

স্থায়ী অফিস

সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো—BANE-এর স্থায়ী অফিস কেনার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমে নতুন এক অধ্যায় সূচিত হলো।

গঠনতন্ত্রে সংশোধিত মূল বিষয়সমূহ

• সদস্য ফি: পরিবার (স্বামী-স্ত্রী) $40, একক সদস্য $25 এবং শিক্ষার্থী $15 নির্ধারণ করা হয়েছে।

• সভাপতির মেয়াদ: সভাপতি সর্বোচ্চ দুই মেয়াদ এবং অন্য কোনো সদস্য সর্বোচ্চ তিন মেয়াদ বিভিন্ন পদে থাকতে পারবেন।

• এডভাইজরি কমিটি: প্রয়োজনে ৫–৭ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা যাবে।

• নির্বাচন কমিশন: প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ৭ সদস্যের নির্বাচন কমিশন সাধারণ সভার মাধ্যমে নির্বাচিত হবে।

• ভোট গ্রহণ: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে (ধর্মীয় ছুটি না পড়লে)। ভোট গ্রহণ একদিনেই সম্পন্ন হবে।

• প্রার্থী যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে বৈধ বসবাসের প্রমাণ (গ্রিন কার্ড/নাগরিকত্ব) থাকতে হবে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

• ভোট পরিচালনা:

• প্রয়োজন হলে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ভেতরে সর্বোচ্চ তিনটি ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

• ডাকযোগে, অনুপস্থিতিতে বা অগ্রিম ভোট গ্রহণের কোনো সুযোগ থাকবে না।

• ভোটার তালিকায় সাধারণ, আজীবন, শিক্ষার্থীসহ ভিন্ন ভিন্ন সদস্যপদের জন্য পৃথক বিভাগ রাখা হবে।

• নির্বাচনী দিনে বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

নির্বাচন সূচি

• নির্বাচন কমিশন ঘোষণা: মেয়াদের প্রথম সাধারণ সভায় (জুন মাসের তৃতীয় শনিবারের মধ্যে)

• মনোনয়নপত্র জমা: আগস্টের প্রথম শনিবার রাত ১১:৫৯-এর মধ্যে

• মনোনয়ন প্রত্যাহার: আগস্টের তৃতীয় শনিবার রাত ১১:৫৯-এর মধ্যে

• ভোটার তালিকা প্রকাশ: জুলাইয়ের চতুর্থ শনিবার রাত ১১:৫৯-এর মধ্যে

• নির্বাচনের তারিখ: সেপ্টেম্বরের দ্বিতীয় শনিবার

• ফল প্রকাশ: নির্বাচনের এক সপ্তাহের মধ্যে

• নতুন কমিটির কার্যভার গ্রহণ: পরবর্তী বছরের ১ জানুয়ারি

নতুন ফি কাঠামো

• সাধারণ সদস্য: একক $25, পরিবার $40, শিক্ষার্থী $15

• মনোনয়ন ফি: সভাপতি $750, সহ-সভাপতি/সাধারণ সম্পাদক $500, সহ-সাধারণ সম্পাদক $400, অন্যান্য পদে $250, কার্যনির্বাহী সদস্য $150

আনুষ্ঠানিক স্বাক্ষর

গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্যরা (ড. খন্দকার করিম, ড. আবু আবদুল্লাহ, এম. মতিউর রহমান, ড. আবু জলাল, ড. এফএইচএম ফারিদুর রহমান) সংশোধিত গঠনতন্ত্রে স্বাক্ষর করেন।

#bane #bangladeshassociationofnewengland