77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আটাশি বছর আগের লেখা বই নিয়ে ব‍্যতিক্রম আলোচনা।

Admin, Boston Bangla

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৬৩
আটাশি বছর আগের লেখা বই নিয়ে ব‍্যতিক্রম আলোচনা।

আটাশি বছর আগের লেখা বই নিয়ে ব‍্যতিক্রম আলোচনা।

‘গান ও এস্ লাম’  ১৯৩৮ সালে প্রকাশিত  কাজী রইছ উদ্দিন আহমেদ ও খোন্দকার আব্দুর রহমান (ফয়জী)র   গ্রন্থটির বিষয়বস্তু নিয়ে নিবাফ ( ইনক) জ্ঞানগহ্বর মুক্ত আলোচনার আয়োজন করে দারুল কাবাব রেস্টুরেন্টে রবিবার, ২৫ মে ২০২৫. 
মূল আলোচক ছিলেন মোঃ জিয়াউল হক, এক্স চেয়ারম‍্যান, ঢাকা শিক্ষাবোর্ড এবং নিগার সুলতানা শিক্ষক,সাহিত্যিক ,সংগঠক। পরিচালনায় ছিলেন, নিবাফ চেয়ারপারসন নাহিদ সিতারা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ইসলামে গান বিষয়ে যুক্তিসঙ্গত  মতামত ব‍্যক্ত করেন।