54°F বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২২ নভে ২০২৫ | নিউজটি দেখেছেন: ৪৬
আরএসএফ তিন দিনে ২৭ হাজার সুদানি নাগরিককে হত্যা করেছে

উত্তর দারফুরের রাজধানী এল-ফাশারে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক পরিচালিত হত্যাযজ্ঞ আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন দারফুরের গভর্নর মিননি আরকো মিনাওই। মিডল ইস্ট আই–কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, শহরটি দখলের পর মাত্র তিন দিনেই প্রায় ২৭,০০০ বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে আরএসএফ।

এই সংখ্যা পূর্বের সকল ধারণাকে ছাড়িয়ে গেছে। এর আগে মানবিক সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ২,৫০০ জন বলে জানালেও গভর্নরের এই নতুন তথ্য পুরো পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

গত অক্টোবরের শেষ দিকে সুদানি সেনাবাহিনীর (এসএএফ) আকস্মিক সরে দাঁড়ানোর পর এল-ফাশার আরএসএফের নিয়ন্ত্রণে চলে আসে। প্রায় ৫৫০ দিনের অবরোধ শেষে শহরটি পতনের সঙ্গে সঙ্গে সেখানে গণহত্যা, নির্যাতন, নির্বিচার গুলি, যৌন সহিংসতা এবং ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের খবর একের পর এক প্রকাশ পেতে শুরু করে।

মানবিক সহায়তাকারীরা সতর্ক করে বলছেন—শহরে যে ব্যাপক হত্যাকাণ্ড চলছে, তার তুলনায় খুব কম সংখ্যক মানুষ পালাতে সক্ষম হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এল-ফাশার সফর শেষে শহরটিকে বর্ণনা করেন—

“এটি একটি চরম ভয়ের দৃশ্য… যেন সম্পূর্ণ একটি অপরাধস্থল।”

গভর্নর মিনাওই, যিনি নিজে জাঘাওয়া সম্প্রদায়ের মানুষ এবং আরএসএফের হামলার প্রধান লক্ষ্যবস্তুদের একজন, বলেন—তার নিজের পরিবার থেকেও বহুজনকে হত্যা করা হয়েছে। তবে তিনি বিস্তারিত উল্লেখ করেননি।

এই নতুন তথ্য দারফুরের মানবিক বিপর্যয়ের গভীরতা আরও স্পষ্ট করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ও সাহায্যের প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।