77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরি কত টাকায় বিক্রি হচ্ছে

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৭ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৩
আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটের ভরি কত টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঠিক হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) আগের ঘোষণা অনুযায়ী। গত ২৩ সেপ্টেম্বর রাতে সংগঠনটি ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়েছিল। সেই সমন্বয়ের পর থেকে আর কোনো পরিবর্তন হয়নি। ফলে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)ও সেই ঘোষিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।

ক্যারেটভিত্তিক স্বর্ণের ভরিপ্রতি দাম

  • ২২ ক্যারেট : ১,৯৪,৮৫৯ টাকা
  • ২১ ক্যারেট : ১,৮৬,০০৬ টাকা
  • ১৮ ক্যারেট : ১,৫৯,৪২৪ টাকা
  • সনাতন পদ্ধতি : ১,৩২,৩৫১ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ক্রেতাদের স্বর্ণ কিনতে হলে নির্ধারিত দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংগঠনটির ধার্য করা ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।

এ বছরের সমন্বয়ের চিত্র

২০২৫ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৭ বার। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল; তখন ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।