দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঠিক হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) আগের ঘোষণা অনুযায়ী। গত ২৩ সেপ্টেম্বর রাতে সংগঠনটি ভরিপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়েছিল। সেই সমন্বয়ের পর থেকে আর কোনো পরিবর্তন হয়নি। ফলে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর)ও সেই ঘোষিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ক্রেতাদের স্বর্ণ কিনতে হলে নির্ধারিত দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সংগঠনটির ধার্য করা ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
২০২৫ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৭ বার। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার সমন্বয় হয়েছিল; তখন ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
আপনার বিজ্ঞাপন এখানে