আফগানিস্তান, কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাতহানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০জনে। আল-জাজিরার বরাতদিয়ে এই তথ্য নিশ্চিতকরেছেন আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ। ভূমিকম্পে আহত হয়েছেন আড়াইহাজারের বেশি মানুষ।
ক্ষয়ক্ষতি ও উদ্ধার অভিযান:
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনেজানান, ভূমিকম্পের পর থেকে উদ্ধারঅভিযান অব্যাহত রয়েছে। তবে দুর্গম পাহাড়িএলাকা এবং ভূমিধসের কারণেরাস্তা বন্ধ হয়ে যাওয়ায়উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।হতাহতের সংখ্যা আরও বাড়তে পারেবলে তিনি আশঙ্কা প্রকাশকরেছেন। তালেবান কর্মকর্তারা আকাশপথে উদ্ধার অভিযানের জন্য আন্তর্জাতিক সহায়তাসংস্থাগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্পের বিস্তারিত:
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, রোববার স্থানীয় সময় রাত ১১টা৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার এইভূমিকম্প আঘাত হানে। এরউৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকেমাত্র ৮ কিলোমিটার গভীরে।মূল কম্পনের পর নানগারহার ওকুনার প্রদেশে অন্তত ১৩টি ছোট ছোটপরাঘাত অনুভূত হয়। ২৮ বছরবয়সী এক স্থানীয় বাসিন্দাবিবিসিকে জানান, তিনি জীবনে এতশক্তিশালী ভূমিকম্প আগে কখনো দেখেননি।
প্রাথমিক খবরে আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র একটি গ্রামেই ৩০জনের প্রাণহানি হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতিরপরিমাণ আরও অনেক বেশিহতে পারে বলে ধারণাকরা হচ্ছে।
আপনার বিজ্ঞাপন এখানে