79°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

৪ লাখ মানুষের সমাবেশে বিজেপির বিরুদ্ধে হুঁঙ্কার দিলেন থালাপতি বিজয়

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | নিউজটি দেখেছেন: ৩০
৪ লাখ মানুষের সমাবেশে বিজেপির বিরুদ্ধে হুঁঙ্কার দিলেন থালাপতি বিজয়

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ভারতের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে প্রায় ৪ লাখ মানুষের সমাগম ঘটে। সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন, যা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। রাজনীতিতে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বারবার শিরোনামে এসেছেন।

মাদুরাইয়ের সমাবেশে থালাপতি বিজয়ের দেওয়া কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সামনে তিনি বলেন, "জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে, কিন্তু সিংহ থাকে একটাই।" তিনি আরও বলেন, "সিংহ একা হলেও সব সময় সেটি সিংহ-ই থাকবে।" তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, "পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।"

২০২১ সালে স্থানীয় নির্বাচনে থালাপাতির ফ্যান ক্লাব হিসেবে পরিচিত ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’ ১৬৯টি আসনের মধ্যে ১১৫টিতে জয়লাভ করে, যা বিজয়ের রাজনৈতিক অভিষেকের গুঞ্জনকে আরও জোরালো করে। সেই গুঞ্জনকে সত্যি করে ২০২৪ সালে তিনি তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করেন।

বিজয় এর আগেও নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা (NEET) সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি সাইকেলে চড়ে ভোট দিতে গিয়েছিলেন। চলতি বছর রমজানে মুসলিমদের সঙ্গে ইফতার করেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

'লিও', 'মার্শাল', 'সরকার' এবং 'থেরী'-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমার এই নায়ক রাজনীতিতেও তার আগমন ঘটিয়েছেন একজন নায়কের মতোই। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ক্ষমতাসীন ডিএমকে-কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন।