77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

২৪১ কিমি বেগে চীনে আঘাত হানল টাইফুন রাগাসা, সরানো হলো দুই লাখ মানুষ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৪ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৩
২৪১ কিমি বেগে চীনে আঘাত হানল টাইফুন রাগাসা, সরানো হলো দুই লাখ মানুষ

দক্ষিণ চীনে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন রাগাসা। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড় গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরে আছড়ে পড়েছে। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

শুরুর দিকে রাগাসাকে সুপার টাইফুন হিসেবে চিহ্নিত করা হলেও বর্তমানে এটি কিছুটা দুর্বল হয়ে তীব্র টাইফুনে পরিণত হয়েছে। তবুও বাতাসের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৪১ কিলোমিটার, যা ধ্বংসযজ্ঞ চালানোর জন্য যথেষ্ট।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য এই ঝড় গত কয়েক দিন ধরে দক্ষিণ চীন সাগরে প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণায়মান ছিল। এর আগে তাইওয়ানে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটিয়েছে রাগাসা। ঝড়ো হাওয়া আর টানা বর্ষণে হংকংও বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বুধবার সেখানে সব স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

তাইওয়ানের হুয়ালিয়েন এলাকায় একটি বাধ ভেঙে শহরের ভেতরে পানি ঢুকে পড়ায় অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। সোমবার থেকেই দ্বীপটিতে ভারী বর্ষণ শুরু হয়, যা বহু এলাকা প্লাবিত করে।

গুয়াংফু শহরের কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, যথেষ্ট আগাম সতর্কতা দেওয়া হয়নি। সাধারণত এ ধরনের দুর্যোগের সময় দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে। তবে এবার সেই ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হয়নি বলেই তাদের অভিযোগ।

অন্যদিকে, প্রবল বর্ষণ আর বিশাল ঢেউয়ে হংকংয়ের পূর্ব ও দক্ষিণ উপকূলের বহু অংশ পানিতে তলিয়ে গেছে। শহরের কিছু সড়ক ও আবাসিক এলাকাও প্লাবিত হয়েছে।