77°F রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩২
মেনু

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Online Desk, Boston Bangla

প্রকাশ: ৩০ সেপ্টে ২০২৫ | নিউজটি দেখেছেন: ১৬
জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবিক পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এতে যোগ দিচ্ছেন। তাদের মধ্যে একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানও উপস্থিত থাকবেন। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হবে এই সম্মেলন।

জাতিসংঘের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা, রাজনৈতিক সমর্থন বাড়ানো, বর্তমান বাস্তবতা বিশ্লেষণ করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণ সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি। একই সঙ্গে একটি সময়সীমাবদ্ধ ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের দিকেও জোর দেওয়া হবে।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে সম্মেলনে থাকছে তুরস্ক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) প্রতিনিধি হিসেবে যোগ দেবে কুয়েত।

এর আগে সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, মিয়ানমার বিষয়ক মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে রোহিঙ্গা সংকটের নানা দিক নিয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আলোচনায় রাখাইন রাজ্যের চলমান সংঘাত, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের রোডম্যাপ, শিবিরে বসবাসরত শরণার্থীদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধি, এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও দক্ষ মানবসম্পদে রূপান্তরের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।